সাহেবনগরসহ আশেপাশের ১৪টি সমাজে প্রবাসী সহায়তা তহবিলের সেহেরি ও ইফতার উপহার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৫, ০৬:২৯ অপরাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের পক্ষ থেকে সাহেবনগরসহ আশেপাশের ১৪টি সমাজের প্রায় দুইশত পরিবারের মধ্যে মাহে রমজানের সেহেরি ও ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাহেবনগর হাজী বাচন আলী তালুকদার জামে মসজিদ মাঠে ১৪টি সমাজের মধ্যে জুরেরকুল, টিলারপাড়া, ছাদেক নগর, সেগুনবাগিচা (দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাড়া), চারাবটতল, আবাসিক ব্লক (এ, বি ও সি), গোদারপাড়া, পোড়াবন, বেতছড়িসহ আশেপাশের এলাকার প্রায় দুইশতাধিক গরিব ও মেহনতি পরিবারকে পবিত্র মাহে রমজানের সেহেরি ও ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল মুরগী, মুড়ি, আলু, পিয়াজ, খেজুর, সয়াবিন তেল, লবণ, ছোলাবুট, নুড়লস-সহ মোট ১০ আইটেমের উপহার। সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।

ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ মুছা, সদস্য মোঃ ইউসুফ, রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন রানা, সেকান্দর হোসেন ননা। কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আজিম উদ্দিন সুমন, সহ-সভাপতি নাছের উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক ইলিয়াছ, সদস্য সিরাজুল ইসলাম (ননা), মোঃ নুর নবী। এছাড়াও উপস্থিত ছিলেন সাহেবনগর এলাকার সমাজপতি মুহাম্মদ সোলাইমান, আবু মনসুর মিয়া কোম্পানি, খোরশেদ সওদাগর, মুহাম্মদ হাসান কোম্পানি, মুহাম্মদ আবুল কাশেম, মসজিদের খতিব মাওলানা সাঈদ রেজা কাদেরী প্রমুখ।

উল্লেখ্য, সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকার অসহায় মেয়ের বিবাহে সহায়তা প্রদান, অসুস্থ রোগীকে সহায়তা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, প্রবাসীদের নানা ভাবে সহায়তা, সমিতির কোন প্রবাসী মৃত্যুবরণ করলে নগদ ৫০ হাজার টাকা ও প্রতি মাসে ১ হাজার টাকা করে দশ বছর ধরে শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। গত দুই বছরে প্রায় ২৮ লক্ষ টাকা সহায়তা প্রদানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিল।

এছাড়াও প্রতি মাসের মতো এই মাসেও গোদারপাড়া জামে মসজিদে আলমিরা ও দরজা জানালা বাবদ ৩৫,০০০ টাকা এবং গত ২রা ফেব্রুয়ারি জুরেরকুল টিলারপাড়ায় তিনটি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তৎক্ষণাৎ অত্র তহবিলের পক্ষ থেকে নগদ ৩০,০০০ টাকা প্রদান করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework