সাতকানিয়ায় ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ১৪, ০৩:৫৩ অপরাহ্ন
সাতকানিয়ায় ছিনতাইকারীর ছোঁড়া গুলিবিদ্ধ হয়েছেন মো. মিজান (২৭) নামে এক ব্যবসায়ী। রোববার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মিজান সাতকানিয়ার ৪ নম্বর বিল্লাপাড়ার নুরুল হুদার ছেলে। নগরের জহুর হকার্স মার্কেটে শান্তি স্টোর নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু জানান, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা তদন্ত করে দেখছি। আহত মো.মিজান জানান, পদুয়া বাজার থেকে টাকা নিয়ে সাতকানিয়া যাওয়ার পথে মিঠাদিঘি এলাকায় সিএনজি অটোরিকশার পথরোধ করে আরেকটি সিএনজি অটোরিকশায় আসা ৪-৫ জন ছিনতাইকারী। মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় তাদের একজন শর্টগান দিয়ে আমার বাম হাতের বাহুতে গুলি করে। আমার কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা ও ১টি স্যামসাং মোবাইল নিয়ে যায়। আমি যে সিএনজি অটোরিকশায় ছিলাম সেটির চালক এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী মো.মিজানকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় সকাল ১০টার দিকে। তাকে ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework