সাতকানিয়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ২৬, ০৩:০২ পূর্বাহ্ন
লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলেন না সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের কৃষক আবুল বশর। ক্ষেতে ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোস্তাক আহমদ স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে এই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়। এ বিষয়ে মোস্তাক আহমদ ২৪টিভিকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি অর্থ সংকটের কারণে কৃষক আবুল বশর দেড় খানি জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। খবর পেয়ে আমরা এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশের এই ক্রান্তিকালে সকল সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি সফল করতে নির্দেশনা প্রদান করায় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা কে আন্তরিক ধন্যবাদ জানাই। এ বিষয়ে কৃষক আবুল বশর বলেন, করোনার এই সময়ে আমার আয় রোজগার নাই, অনেক কষ্ট করে দিন পার করছি, ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এমন সময় ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমার অনেক বড় উপকার করলো। আমি ছাত্রলীগ ভাইদের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, গতবছরও বিপাকে পরা কৃষকের ধান কেটে দিয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোস্তাক আহমদ।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework