সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ০৬:৩৮ অপরাহ্ন

আর্তমানবতার সেবায় নিয়োজিত সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকায় প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাজেদা ফাউন্ডেশন ও সাগু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহেরের সভাপতিত্বে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। মো. রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোরশেদুল আলম।

অন্যান্য অতিথিদের মধ্যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম সোয়েব এবং এলাহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম কাদেরি উপস্থিত ছিলেন।

আলহাজ্ব এম এ তাহের জানান, নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলার দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মোট ১০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সাজেদা ফাউন্ডেশন তাদের মানবসেবার ধারাবাহিকতা বজায় রেখেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework