সরস্বতী পূজা মণ্ডপে হামলা, বই পুড়িয়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৪, ০৫:১৩ অপরাহ্ন

হাটহাজারীতে একটি বাড়িতে ঢুকে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর এবং শিক্ষার্থীদের বই পুড়িয়ে দেওয়ার অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে চারটার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ৫ নম্বর ওয়ার্ডের সেন বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়ির উজ্জ্বল সেন জানান, "রাত দুইটা পর্যন্ত আমরা পূজা মণ্ডপেই ছিলাম। ওই ব্যক্তি রাত দুইটার পরে বা ভোর রাতের দিকে সেন বাড়ির সরস্বতী পূজা মণ্ডপে ঢুকে হামলা চালিয়ে প্রতিমার মুখমণ্ডল ভেঙে দেয় এবং শিক্ষার্থীদের রাখা বইপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।"

ঘটনার টের পেয়ে আশপাশের লোকজন বের হয়ে এসে ওই ব্যক্তিকে আটক করে। পরে সকাল হওয়ার পর জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। এরপর হাটহাজারী মডেল থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান।

উজ্জ্বল সেন আরও জানান, "১৯৮৪ সাল থেকে এ বাড়িতে সরস্বতী পূজা হয়ে আসছে। এমন একটি ঘটনা ঘটতে পারে তা আমরা কখনো কল্পনাও করিনি। এ ঘটনায় আমরা হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, "চিকিৎসকরা আটক ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। অভিযোগ করা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, "আমি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটককৃত ব্যক্তিকে পুলিশকে সোপর্দ করা হয়েছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework