সন্দ্বীপে বেহুন্দি জাল ও কারেন্ট জাল ধ্বংস, কঠোর পদক্ষেপ

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০৫:৪৬ অপরাহ্ন

জাটকা এবং সামুদ্রিক মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় নিষিদ্ধ ঘোষিত মৎস্য আহরণ উপকরণ বন্ধে সন্দ্বীপে ‘বিশেষ কম্বিং অপারেশন’ চালাচ্ছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রহমতপুর সুইচ গেইটে ৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল ও ৩টি উপকূলীয় বেহুন্দি জাল ধ্বংস করা হয়েছে। বেহুন্দি জাল, কারেন্ট জাল ও ক্ষতিকর মৎস্য আহরণ উপকরণ সমূহ প্রতিরোধসহ কার্যকরভাবে বন্ধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের সাথে বাংলাদেশ কোস্ট গার্ডও একযোগে কাজ করছে।

জাল ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন ও ব্রিফ করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (সম্পসারণ ও প্রশিক্ষণ) মোঃ মাসুদুল হাছান, সন্দ্বীপ উপজেলা মৎস্য অফিসার আতিকুল্লাহ, বাংলাদেশ কোস্ট গার্ড, সন্দ্বীপ পূর্ব জোনের সিসি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework