সন্দ্বীপে পুলিশের অভিযানে শীর্ষ ডাকাত রুবেল গ্রেপ্তার

মাহমুদ মান্না, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ০৬, ০৩:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপ থানায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ ডাকাত রুবেল (৩৮) কে একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ৬ মার্চ ২০২৫ ইং গভীর রাতে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিলে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পুলিশ দ্রুত অভিযান চালালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের হাতে শীর্ষ ডাকাত রুবেল ধরা পড়ে, তবে বাকিরা পালিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, রুবেল ডাকাতের অত্যাচারে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। সে বিভিন্ন বাড়ি ও দোকানে ডাকাতি করার পাশাপাশি নারীদের উত্ত্যক্ত করত।

ডাকাত সর্দার রুবেলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় দুটি ডাকাতি মামলা সহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি সন্দ্বীপ থানার তালিকাভুক্ত ৪৫ জন ডাকাতের মধ্যে ২ নম্বর আসামি।

সন্দ্বীপ থানা পুলিশ ও স্থানীয়রা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework