সন্দ্বীপে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, একজন আটক

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২৮, ০৬:৪০ অপরাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে খাদেম ওরফে খাদেম হুজুর নামে একজনকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি সন্দ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

সন্দ্বীপ থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি সন্ধ্যায় সন্তোষপুর ইউনিয়নের মোস্তফা এগ্রো ফার্ম থেকে পাভেল নামে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে অপহরণ করে চাঁদা দাবি করেন অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা।

মামলায় আরেক অভিযুক্ত যুবক রাকিবের নামও উল্লেখ করা হয়েছে। রাকিব সন্দ্বীপ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং তার পিতার নাম নুর ইসলাম ইসন।

জানা যায়, সন্দ্বীপ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। সন্দ্বীপ থানা পুলিশ এই চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে তথ্য প্রদানের অনুরোধ করেছিল।

গ্রেপ্তার ও মামলার বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, "সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে সন্দ্বীপ থানা পুলিশ জিরো টলারেন্সে থাকবে। এই মামলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework