সন্দ্বীপে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: বিএনপি নেতার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০২:১৭ অপরাহ্ন

সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কাছিয়াপাড়ায় ১৫ জানুয়ারি রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হারামিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম মাওলা সংবাদ সম্মেলন করে এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার এনাম নাহার মোড়ের তাজ হোটেলের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাকেরুল ইসলাম মাওলা বলেন, "আমি গতকাল এনাম নাহার মোড় থেকে বালি কিনতে আজাদ মার্কেট হয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিলাম। পথে আজাদ মার্কেটের দক্ষিণে সশস্ত্র সন্ত্রাসীরা রাতের আধারে আমার ওপর হামলা করে এবং নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। মূলত তারা গতকাল সন্দ্বীপ মেরিন সার্ভিসের ঘাট উন্মুক্ত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণের কারণে আমাদের প্রাণনাশ করতে হামলা চালায়। তারা আমার মাথা ও কানে জখম করে। আমি এ হামলার দ্রুত বিচার দাবি করছি।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিক, দপ্তর সম্পাদক শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক আপছার উদ্দীন, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সম্পাদক আবুল খায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ-সম্পাদক ইয়াছিন, ত্রাণ ও সমাজসেবা সম্পাদক মাওলা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল পাশা, হারামিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন এবং রবিউল ইসলাম ছোট্টন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework