সন্দ্বীপে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

মাহমুদ মান্না, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ১০:১০ অপরাহ্ন

সন্দ্বীপে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে উপজেলার ৪নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ০৪ নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা এবং সঞ্চালনায় ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মহিউদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইলিয়াছ হায়দার, সেক্রেটারি রহমত উল্ল্যাহ সৈকত, ইউপি সদস্য আশ্রাফ, সাবেক ইউপি সদস্য ইসলাম, ছোট্টন, আলাউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যুগ্ম সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মাহমুদুর রহমান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা সফিকুল, বিএনপি নেতা বেলাল কোম্পানি, সুজন, জামশেদ উদ্দিন, আকবর, ফখরুল ইসলাম, কাউছার, শাহাজামালসহ শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভায় আদালতকে সক্রিয় করে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত সকলকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এতে গ্রামের সাধারণ মানুষকে কীভাবে গ্রাম আদালতের প্রতি আগ্রহী করা যায় এবং বিচার প্রক্রিয়ার বাস্তব প্রতিচ্ছবি কেমন, তা তুলে ধরা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework