সন্দ্বীপে এক বয়স্ক মহিলাকে গলা কেটে হত্যাচেষ্টা

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ Jun ০৪, ০৬:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপে সাবেক আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলালের স্ত্রী শিউলি আক্তার শিল্পীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার ভোরে রহমতপুর ইউনিয়নে নিজ বাড়ির সামনে ওজু শেষে ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

আইনশৃঙ্খলা ব্যাপক অবনতির দিকে যাচ্ছে। এই গলা কাটার ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। এসব হত্যাকাণ্ডের কারণে পবিত্র ঈদুল আজহায় সন্দ্বীপমুখী মানুষের চাপ কমে যাচ্ছে। যারা বর্তমানে সন্দ্বীপে বসবাস করছেন, প্রত্যেক পরিবারেই আতঙ্ক বিরাজ করছে।

সন্দ্বীপ থানার ওসি শফিকুল আলম জানান, কয়েকজন সন্ত্রাসী শিল্পীর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সন্দ্বীপ হাসপাতালে এবং পরে চট্টগ্রামে পাঠানো হয়।

আহতের স্বামী মশিউর রহমান বলেন, “শিল্পীর সঙ্গে কারও শত্রুতা ছিল না, কেন এমন হামলা হলো বুঝতে পারছি না।”

উল্লেখ্য, মশিউর রহমান সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় নেই।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework