শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর স্মরণসভায় শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৪:৩৩ অপরাহ্ন

দেড় মাস বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার স্বর্গীয় শ্রী সুধীর রঞ্জন চৌধুরী পরলোক গমন করেছেন। “ওঁ দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু।” তিনি ১৯৪৩ সালের ১৩ই আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার আধারমানিক গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদ সহ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন।

২০শে ডিসেম্বর শুক্রবার বিকালে শ্রীশ্রী রাধা মদন মোহন জিউ'র মন্দির প্রাঙ্গণে তাঁর স্মৃতি স্মরণে 'স্মরণ সভা'র আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মময় স্মৃতিচারণ করেন। তিনি ১ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি সহধর্মিণী, পুত্র, পুত্রবধু, কন্যা, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

স্বর্গীয় শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর পরলৌকিক আদ্যশ্রাদ্ধ উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। পরে ক্রিয়া অনুষ্ঠান শেষে পারিবারিক শ্মশান পরিক্রমা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

রাউজানের উত্তর আধারমানিক শান্তি সমিতির আয়োজনে সমিতির প্রধান উপদেষ্টা ও শ্রীশ্রী রাধামদনমোহন জীউ'র মন্দিরের প্রতিষ্ঠাতা মহানুভব শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর স্মরণসভা তাঁর প্রতিষ্ঠিত মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি রনজিত বিশ্বাসের সভাপতিত্বে এ আয়োজনে প্রয়াতের জনমুখী নানা কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন নন্দিত ধর্মতত্ত্ববিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ভূতপূর্ব অধ্যাপক শ্রী শম্ভুনাথ দাশ, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বণিক, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, অধ্যাপক ডা. প্রণয় মজুমদার, ডা. স্বপন চৌধুরী।

অধ্যাপক রাজীব বিশ্বাসের সঞ্চালনায় এ স্মরণসভায় স্মৃতিচারণে অংশ নেন সমিতির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বসন্ত কুমার দে, সহ সভাপতি অচ্যুত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শিবু খাস্তগীর, সাবেক সভাপতি অরূপ চৌধুরী, সজল কান্তি কর, চন্দন বিশ্বাস, সত্যজিত চক্রবর্তী, বিজয় বিশ্বাস, প্রিন্স চৌধুরী (শুভ), আশিষ চৌধুরী। আলোচকবৃন্দ শ্রী চৌধুরীর জীবনাদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়ে তাঁর মতো আলোকিত মহৎ মানুষ বিনির্মাণের আহ্বান জানান।

উক্ত প্রয়াত সুধীর রঞ্জন চৌধুরী'র পরলৌকিক আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে বিভিন্ন দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী সমবেত হন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework