শোকর-এ মওলা মনজিলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০২:৪৪ অপরাহ্ন

শোকর-এ মওলা মনজিল এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে "জিকরে শাহানশাহ্, মাইজভাণ্ডারী দর্শন" শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল শোকর-এ মওলা মনজিল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও জ্যোতি ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে এবং আশেকানে হক ভাণ্ডারীর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে মুস্তাফা (দঃ), মাইজভাণ্ডারী কালাম পরিবেশনসহ উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক জনাব মুহাম্মদ আজম। উপদেষ্টা পর্ষদের পক্ষে বক্তব্য দেন ডা. পঞ্চানন দাশগুপ্ত।

শোকর-এ মওলা মনজিলের কার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শন করেন উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হারুয়ালছড়িস্থ বৌদ্ধ জেতবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বোধিশ্রী ভিক্ষু। জ্যোতি ফোরাম সংশ্লিষ্ট বক্তব্য দেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব জয়নাল আবেদীন তাওরাত।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ও SZHM Trust এর উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ।

এছাড়াও, অতিথিগণ শোকর-এ মওলা মনজিলের নিজস্ব লোগো উন্মোচন করেন এবং মাইজভাণ্ডারী সঙ্গীতে অবদান রাখার জন্য ৫ জন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষায় কৃতিত্ব অর্জন করায় প্রায় ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

মাহফিল শেষে মিলাদ মাহফিল ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। সেমা মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট মাইজভাণ্ডারী কাওয়াল মুহাম্মদ দেলোয়ার, হান্নান হোসাইনী এবং মোহাম্মদ আবু সালেহ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework