শেখ কামালের জন্মদিন উপলক্ষে তারুণ্যের ঐক্য পরিষদ’র দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ০৫, ০৪:২৭ অপরাহ্ন

মুক্তিযুদ্বের চেতনায় প্রজন্ম থেকে প্রজন্মেও এই স্লোগানে একটি শিক্ষা,সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন তারুণ্যের ঐক্য পরিষদ’র উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আধুনিক ধারার সূচনাকারী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিনে স্বাস্থ্যবিধি রক্ষা করে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে নগরীর স্টেশন রোডস্থ সৈয়দ হযরত আলি (রাঃ) এতিম খানায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের ঐক্য পরিষদের  প্রতিষ্ঠাতা সভাপতি ও যুব-সংগঠক চট্টগ্রাম মহানগর যুবলীগ মোঃ শাহ আলম সিকদার, সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা, সহ সভাপতি আকবর, সহ সভাপতি শাহ জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনুক হক,ও রিয়াজুউদ্দিন ইউনিট স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম জাবেদ হোসেন ও সৈয়দ হযরত আলি (রাঃ) এতিম খানার শিশুরা।

খতমে কোরআন ও দোয়া মাহফিলের মুনাজাত পরিচালনা করেন হাঃ মোঃ গোলাম রহমান শাকজী।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework