শিলক-কোদালা সড়ক ধসে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি

অনিরুদ্ধ অপু, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ জুলাই ২১, ০১:৪০ অপরাহ্ন

সাম্প্রতিক অতিবর্ষণে রাঙ্গুনিয়া উপজেলার বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক ধসে গেছে। পানি কমে যাওয়ার পর খানা-খন্দকে ভরা সড়কগুলি চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলার শিলক-কোদালা সরফভাটা মধ্যকার সংযোগ সড়ক হাজি সৈয়দ আলী সড়কের শিলক ব্যূহচক্র হাটের পূর্বে হামিদ শরিফ বালিকা বিদ্যালয়ের সম্মুখে বিশাল অংশে ফাটল দেখা দিয়েছে। দ্রুত নদীর পাশে ব্লক বাঁধ না দিলে সড়কটির এই অংশ নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

এ ব্যাপারে শিলক ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোকারম হোসেনের নেতৃত্বে এলাকাবাসী মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর বালির বস্তা দিয়ে কিছু অংশে ধারক দেয়াল নির্মাণ হয় অস্থায়ীভাবে। তবু সড়কে ফাটল বেড়েই চলেছে। যানবাহন চলাচল এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। অতিবৃষ্টির কারণে শিলক নতুন ব্রিজ সংলগ্ন সড়কের একাংশ ভেঙে গেছে। ফলে রিকশা ছাড়া যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চা শ্রমিক, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, অসংখ্য পথচারী ও যানবাহন চলাফেরা করে।

বেতাগী ইউনিয়নের প্রধান কোর্ট কাম আমিনউল্লা সড়কের পিচ ঢালাই সড়কে পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়কে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গোডাউন-পদুয়া কালিন্দীরানী সড়কের নারিশ্চা অংশে ২০ মিটার অংশে শিলক খালের পাড় আগেই থেকে ভাঙা ছিল, চলতি বর্ষায় আরো ভেঙে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণের সৃষ্টি হয়েছে। এটি দক্ষিণ রাঙ্গুনিয়ার সাথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যোগাযোগের মূল সড়ক। তাছাড়া কদমতলীর পানি উন্নয়ন বোর্ড তথা হাসেমখাল সড়কটি এখন বেহাল অবস্থায়। সড়কের কাপ্তাই সংযোগ স্থান মাটি ও ব্রিজ দেবে গেছে এবং মাঝখানে রাস্তায় বেশ কিছু অংশ ঝুঁকিতে রয়েছে, যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার মরিয়মনগর-রানীর হাট ডিসি সড়কের শান্তিনিকেতন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে গোডাউন-পদুয়া কালিন্দীরানী সড়ক, বেতাগী আমিনউল্লা সড়ক, হাজি সৈয়দ আলী সড়কসহ রাঙ্গুনিয়ার অভ্যন্তরীণ বিধ্বস্ত সড়কগুলো মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায়, সড়কগুলোতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework