শান্তি সমিতির উদ্যোগে সমাজসেবিকার কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ২১, ০৩:১৮ অপরাহ্ন

রাউজানের উত্তর আধারমানিক শান্তি সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো সমিতির প্রধান উপদেষ্টা ও শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর সহধর্মিণী প্রয়াত ভক্তিমতি ঝরণা রাণী চৌধুরীর স্মরণসভা।

উক্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হয় তাঁদের প্রতিষ্ঠিত মন্দির প্রাঙ্গণে। সমিতির সভাপতি রনজিত বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রয়াতার ভক্তিজীবন ও অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় অংশ নেন নন্দিত ধর্মতত্ত্ববিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বণিক, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সভাপতি মাস্টার অজিত কুমার শীল এবং অধ্যাপক ডা. প্রণয় মজুমদার।

সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস। এছাড়া স্মৃতিচারণায় অংশ নেন শান্তি সমিতির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বসন্ত কুমার দে, সহ-সভাপতি অচ্যুত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শিবু খাস্তগীর।

আলোচকবৃন্দ প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর আদর্শ ও সেবামূলক জীবনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, সমাজে তাঁর মতো মহিয়সী নারীর অবদান চিরস্মরণীয়। বক্তারা তাঁর জীবনের সৃজনশীল কর্মকাণ্ড, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজের দৃষ্টান্ত তুলে ধরেন এবং আলোকিত সমাজ গঠনে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

পরিশেষে, প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework