লোহাগাড়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা অধরা, সাংবাদিকদের বিক্ষোভ


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০৫:০৮ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। তাঁরা মঙ্গলবার সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এ ক্ষোভ জানান।

সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক এবং সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক ওমর ফারুক মাসুম হত্যাচেষ্টা মামলার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। অথচ, হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তাঁরা অভিযোগ করেন, মামলার সব আসামি বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। পুলিশ তাদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে গ্রেপ্তারে অবহেলা করছে।

সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দেন, যদি অবিলম্বে সন্ত্রাসী হাবিব বাহিনীর সব সদস্যকে গ্রেপ্তার করা না হয়, তবে তাঁরা থানা কম্পাউন্ডে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুরে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম এবং ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের ওপর সশস্ত্র হামলা চালায় ইউপি মেম্বার হাবিবের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী। হামলাকারীরা মাসুমকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায়। পরে তাঁকে রাস্তার ওপর ফেলে রেখে যায় এবং তাঁর অ্যাপল ওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework