লোহাগাড়ায় লকডাউনের চতুর্থ দিনে কোরবানির পশুর হাটে ইউএনও'র অভিযান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ০৪, ০৯:১৪ অপরাহ্ন
চলমান লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনী। বিধি নিষেধ না মেনে উপজেলার বিভিন্ন এলাকায় বসানো হয়েছে কোরবানির পশুর হাট। খবর পেয়ে এসব পশুরহাট গুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। অভিযানের সময় বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক মাইকিং করা হয়। রবিবার (৪ জু্লাই) বেলা ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু। ওই সময় সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মোঃ মুক্তাদির আহমেদ আসিফসহ আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, আগামী ১৪ জুলাই পর্যন্ত কোন ধরণের পশুর হাট বসানো যাবেনা। সবাইকে স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। হাইওয়ে(চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক) এলাকায় কোন পশুর হাট বসানো যাবেনা। আমরা উপজেলার বিভিন্ন এলাকায় পশুরহাটে অভিযান পরিচালনা করেছি। তবে, অভিযানের সময় ইজারাদারদের পাওয়া যায়নি।পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পশুর হাট বসানো যাবেনা। কেউ সরকারী নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, পদুয়া তেওয়ারী হাট বাজারের ইজারাদার মোঃ নুরুল কবির জানান, সরকারী নির্দেশনা মানতে তাঁরা সবসময় প্রস্তুত। ক্রেতা বিক্রেতার অনিশ্চাকৃত কারণঃবসত বাজারে পশুর হাট বসানো হয়। করোনাকালীন সময়ে সরকার ঘোষিত লকডাউন চলছে তাই কোরবানির পশুর হাটে সরকারি বিধি নিষেধ মেনে পশু ক্রয়বিক্রয় করার জন্য তাঁরা প্রস্তুত রয়েছে। তিনি আরো জানান, গতবছরেও করোনার কারণে ইজারাদাররা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবছরেও যেন তাঁরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework