লোহাগাড়ায় গভীর রাতে অসহায় পরিবারের বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২৮, ০৫:০৩ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ তেওয়ারীখিল সংলগ্ন মিয়ার বর বাড়ি এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এতে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 

২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম বদিউল আলম (৪৫)। সে ওই এলাকার মৃত বাঁচা মিয়ার পুত্র এবং সে ৬সন্তানের জনক বলে জানা গেছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বদিউল আলম এলাকার দর্জি দোকান করে ৫ মেয়ে এবং ১ ছেলে সন্তানকে নিয়ে সংসার চালিয়ে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে গতকাল গভীর রাতে অতর্কিতভাবে কেরোসিন দিয়ে তার বসতঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
মুহুর্তের মধ্যে আগুনের দৃশ্য দেখতে পেলে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসে।পার্শ্ববর্তী এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত বদিউল আলম জানান, প্রতিদিনের মত আমার ছেলে-সন্তানকে নিয়ে গতকাল রাতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার বসতঘরে কে বা কাহারা পুর্ব শত্রুতার জের ধরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়।এতে আমার ১ লক্ষ ৫০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী করছি।

স্থানীয় ইউপির মেম্বার ও আমিরাবাদের ১নং প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস জানান, বিষয়টি ক্ষতিগ্রস্ত বদিউল আলম আমাকে জানিয়েছে। প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানান তিনি। 

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,বসতঘরে আগুন লাগানোর বিষয়টি স্থানীয় চৌকিদার আমাকে অবহিত করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework