রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৪০ কেজি গাজা ও ১৫ বোতল ভারতীয় মদ জব্দ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০৪:২৮ অপরাহ্ন

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ভুজপুর থানার সীমান্তবর্তী এলাকায় ৪০ কেজি গাজা ও ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন পানুয়াছড়ার বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ তৈয়বুর রহমান এর নেতৃত্বে ভুজপুর থানার চা-বাগান এলাকা থেকে গাজা ও মদ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত গাজা ও মদ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্থ এলাকায় যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework