রাঙ্গুনিয়ায় ৪ বছরের শিশুর পুকুরে ডুবে মৃত্যু

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ এপ্রিল ০৭, ০১:৪৪ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর মেয়ে। আজ সোমবার (৭ এপ্রিল) প্রবাসফেরত পিতা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।

নিহত শিশুর স্বজন এম এ জব্বার সিকদার জানান, রবিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলছিলো সে। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধাঘণ্টা পর পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সন্তান ছিলো।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে, পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের এমন মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে আসছেন পিতা। তিনি বাড়ি ফিরলে সোমবার বিকালের দিকে তার লাশ দাফন করা হবে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework