রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ও বিএনপি পরিবারের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১০:১৪ অপরাহ্ন

উত্তর রাঙ্গুনিয়া রাজার হাট শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ও রাজারহাট শাখা বিএনপি পরিবারের উদ্যোগে দু:স্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রাজাভুবন উচ্চ বিদ্যালয় হলে এ উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধক ছিলেন আবুল কালাম আজাদ, প্রধান বক্তা ছিলেন সাবেক মেম্বার নুরুল ইসলাম নুরু, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম বাদশা, সেলিম উদ্দিন সওদাগর, রবিউল আবচার, সৈয়দ আহমদ সওদাগর, হাজী মোহাম্মদ ইউসুফ সর্দ্দার, মোঃ আজগর আলী, খাজা নিজাম উদ্দিন, মোঃ লোকমান তালুকদার, সৈয়দ মেম্বার, মোহাম্মদ জমির উদ্দিন, হাজী আবুল কাশেম, আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার মানুষের পরম বন্ধু এবং প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার সৎ নেতৃত্ব দেশ এবং জাতীকে সমৃদ্ধ করেছে। তিনি কখনো দুর্নীতি করেননি। হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রভাবে হরেক রকম দুর্নীতির আশ্রয়ে রাঙ্গুনিয়াকে তছনছ করে দিয়েছেন। প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বের কারণে আমরা যারা তার পিছনে চলতাম, সৎ নেতৃত্ব শিখেছি। আগামীতে শহীদ নেতার ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিএনপি থেকে নির্বাচনে আসছেন, সকলে তাকে ধানের শীষে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার ভূমিকা রাখবেন।

অনুষ্ঠান শেষে অতিথিগণ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল এবং নাস্তা বিতরণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework