রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০৬:২৫ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড খলিফাপাড়া'য় বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন সিএনজি চালক মুহাম্মদ রাশেদ।

স্থানীয়রা জানান, রাশেদের ঘরে আগুন দেখে এগিয়ে আসলেও আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেনি। প্রায় অনেকক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন সবকিছু পুড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি তাদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত রাশেদ বলেন, গত বছর এনজিও ও মানুষের কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে ঘরটি করেছি। আমি গত রোববার( ২৬ জানুয়ারি) আবারো ঘরের কাজ করার জন্য ঋণ নিয়ে আসছি। এখন সবকিছু পুড়ে গেছে। এখন আমি সহায়সম্বলহীন হয়ে পড়েছি।

উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টিম লিটার জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওয়া হওয়ার পরে খবর পেলাম স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসেন। তারা বলেন আর আসতে হবেনা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework