রাঙ্গুনিয়ায় বিএনপির সমাবেশে প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১০:০৯ অপরাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির বিশাল গণসমাবেশে হুমাম কাদের চৌধুরী বলেছেন,
দীর্ঘ ১৭ বছর পর রাঙ্গুনিয়ায় এই প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল, ১লা ফেব্রুয়ারী শনিবার, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, "নতুন বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ কী জিনিস জাতি জেনে গেছে। আওয়ামী লীগের দুই গুণ, গুম আর মানুষ খুন। আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি ভুলতে এদেশের মানুষের শত বছর লেগে যাবে। তারা রাজনীতিকে কলুষিত করে এদেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যখনই ক্ষমতায় ছিল, এদেশে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করেছিল। আর অপরদিকে, আওয়ামী লীগের পাশ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন।"

বিশাল এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি নেতা মুহাম্মদ শওকত আলী নুর, অধ্যাপক মোহাম্মদ মহসিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস সিকদার, পৌর বিএনপি নেতা মো. খোরশেদ আলম, হেলাল উদ্দিন, মো. মসিউদ্দৌলা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এখতিয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চ সহসভাপতি ওয়াকিল আহমদ, সাবেক চেয়ারম্যান সৈয়দ ফজলিল হক মিনা, সাবেক মেয়র নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনসুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল হক, উপজেলা ছাত্রদল নেতা হারুন, আবু বক্কর প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework