রাঙ্গুনিয়ায় নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৫, ০৪:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর রানীরহাট রাজানগর রহম আলী বুজুরুস মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইউছুপ কামাল তালুকদার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার।

বিদ্যালয়ের শিক্ষক নিপু কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন কামরুল হাসান, রাজানগর ইউপি মহিলা সদস্য দিলুয়ারা বেগম, স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আলমগীর। সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন, মুহাম্মদ মাহমুদ রশিদ, নজরুল ইসলাম তালুকদার, শিক্ষিকা শিলু আক্তার চৌধুরী, সংগ্রামী দাস গুপ্তা, কাজী তামান্না সুলতানা, শাহিন আক্তার, শাহিদা পারভীন, মোরশেদ আলম, নুরুল আলম, কুতুব উদ্দিন, আজিজুল হক, মুহাম্মদ ইব্রাহিম, মুনতাসির আল-জাবেদ, আবুল হাসেম মনির, মুহাম্মদ সোহেল, মেজবাহ উদ্দিন, আব্দুল গফুর, আব্দুর রহিম।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আয়শা সিদ্দিকা, রাওয়া ইবদিকা, ইয়াছিন বিন ওসমান। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework