রাঙ্গুনিয়ায় দুই দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:৪৫ অপরাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলার পাঠশালা রাঙ্গুনিয়া আয়োজনে দুই দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাপ্তাই সড়কের পাশে কুলকুরমাই সন্তোষ বাবুর ঘাটায় আয়োজিত বই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দীন।

প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম। পাঠশালা রাঙ্গুনিয়ার উদ্যোক্তা শিশির মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এসকেএম মোকাম্মেল সিয়াম, সাংবাদিক আকাশ আহমেদ, কথাসাহিত্যিক সৈয়দ মনজুর মোরশেদ, শিক্ষক মো. আলমগীর, রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, ইসমাঈল হোসেন নয়ন প্রমুখ।

আয়োজকরা জানান, ৫ম বারের মতো বই মেলার আয়োজন করা হয়েছে। বই মেলায় রক্তাক্ত ফাল্গুন, সমথট, বায়ান্ন, স্লোগান, ছোটপাখি—এই পাঁচটি স্টলে প্রায় ১০ হাজার বই নিয়ে সমৃদ্ধ ছিল। এই পাঁচটি স্টল ছাড়াও পাশে রয়েছে চা-থিয়েটার স্টল, যেখানে ফুল, চা, ফুসকা সহ নানা আয়োজন ছিল। এছাড়া রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এই বই মেলায় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework