রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ০৩:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণমূলক সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়া এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, কেক কাটা এবং প্রীতিভোজের মাধ্যমে উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার থানা সদর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সার্জেন্ট অফ মুহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট অফ কাজী ইমাম হোসেন এর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন চীফ পেটি অফিসার ওসমান গণি চৌধুরী, মাস্টার চীফ পেটি অফিসার বিশ্বজিৎ বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সার্জেন্ট অফ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল বখতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দানেশ আলী, সহ-সভাপতি সুশীল বড়ুয়া, সদস্য সিরাজুল কাদের, সেকান্দর চৌধুরী, এল/আরইএন রেজাউল করিম, মুহাম্মদ আক্তার হোসেন, সার্জেন্ট অফ জসিম উদ্দিন, রফিক উদ্দিন, আব্দুস সালাম, আমিনুল হক, ল্যান্স কর্পোরাল বদিউল আলম, সার্জেন্ট অফ ইসলাম, মহরম আলী, আইন উপদেষ্টা এড. ইলিয়াস, তিলক বড়ুয়া, সার্জেন্ট অফ মঈন, উছামু চাকমা, থোয়াইনু চাকমা, রঞ্জিত বড়ুয়া, এবং মাহাবুব দুলাল প্রমুখ।

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়ার বর্তমান কমিটির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হয় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে। পরে কেক কেটে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং প্রীতিভোজে অংশগ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাফেল ড্র'র মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework