রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার, সবকিছু পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০২, ০৯:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, জুরেরকুল টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবার, যারা দিনমজুর হিসেবে কাজ করেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা হলেন জাহাঙ্গীর (৪৫), সরওয়ার (৩৫) এবং রাশেদ (৩১)।

এ ঘটনায় তাদের নগদ টাকা, স্বর্ণালংকার এবং ঘরের দামি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাশ্ববর্তী কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারা পাশের আরেকটি ঘরও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করেন। তবে আগুনের তীব্রতার কারণে ৩ পরিবারের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য মুহাম্মদ রাশেদ বলেন, "দুপুর ১২টার দিকে ঘরের ডানদিকে হঠাৎ করেই কারেন্টের তার থেকে আগুন লেগে যায়। আমি আগুন নিবিয়ে কাজে গেলে, আমাকে ফোন করে জানায় ঘরে আবার আগুন লেগেছে। আমি ফিরে এসে দেখি সব কিছু পুড়ে গেছে, আর কিছুই রইল না।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework