বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার আওতাধীন ৬ নম্বর পোমরা ইউনিয়ন শাখার কার্যকরী পরিষদের সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব-এর পিতা এবং আজীবন সদস্য ফিরোজ আহমদ চৌধুরীর বড়ভাই, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব জহির আহমদ চৌধুরী গত ১ মার্চ শনিবার, চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তিকালে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সহ-সভাপতি অ্যাডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ, মুহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আজিম, মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, দফতর সম্পাদক খোরশেদ আলম ফারুকী, কোষাধ্যক্ষ মুহাম্মদ ওসমান, নির্বাহী সদস্য প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যাপিকা তাহমিনা ইয়াছমিন নূর, মুহাম্মদ আলী শাহ্, ডা. এ এস এম শওকতুল ইসলাম, অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দীন মাহমুদ চৌধুরী হিরু, মৌলিক অধিকার বিষয়ক শিক্ষা ও গবেষণা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এন এইচ এম আবু বকর, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের উপদেষ্টা ডা. এ টি এম রেজাউল করিম, বাসস্থান ও আবাসন বিভাগের উপদেষ্টা কাজী এম এন আলম, বস্ত্র ও কর্মসংস্থান বিভাগের উপদেষ্টা আকতার কামাল চৌধুরী, অন্ন ও কৃষি বিভাগের উপদেষ্টা শাহাব উল্লাহ্ চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ খাইরুল আলম, পোমরা ইউনিয়ন শাখার সভাপতি ডা. হেকিম রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মনজুরুল ইসলাম মঞ্জু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সওদাগর যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে মানবাধিকার নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।