রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেলো আইসক্রিম ফ্যাক্টরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ১৫, ০২:০৯ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় পৌরসভার গোডাউন এলাকার "চয়েস এন্টারপ্রাইজ" নামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি মালিক। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি। এই ব্যাপারে তিনি থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে জানান।

ক্ষতিগ্রস্ত মালিক মাহবুবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে তার মালিকানাধীন আইসক্রিম ফ্যাক্টরি "চয়েস এন্টারপ্রাইজ"-এ আগুন লাগে। এতে পুরো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সবকিছুসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৭০ বাই ৫০ ফুট আয়তনের আইসক্রিম ফ্যাক্টরিটি এখন শীতকাল থাকায় বন্ধ ছিলো। তবে ভেতরে ৭৭০ লিটার আয়তনের ২৫টি ফ্রিজ, ১২টি ভ্যানগাড়ি, ৯টি অটোগাড়ি, ২টি সিএনজি অটোরিকশা, যাবতীয় মেশিনারিজ, মালামালসহ পুরো স্থাপনা পুড়ে গেছে। এই প্রতিষ্ঠানে আইসক্রিম ফ্যাক্টরির পাশাপাশি চারটি কোম্পানির ডিলারশিপ ছিলো। গত সোমবার এসব কোম্পানির অনেক টাকার মালামালও এসেছিলো। অবকাঠামোসহ সবকিছু পুড়ে গেছে।

তিনি বলেন, "আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ছিলো। এর মধ্যে দুটি ক্যামেরা গাছের উপর ছিলো, যেখানে আগুন পৌঁছায়নি। কিন্তু অগ্নিকাণ্ডের পর গিয়ে দেখি, সেই দুটি সিসি ক্যামেরা নেই। কেউ নিয়ে গেছে। তাই পরিকল্পিতভাবে নাশকতা করা হয়েছে বলে আমার সন্দেহ। এতে আমার ১৫ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান এক মুহূর্তে পুড়ে শেষ হয়ে গেছে।"

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, "অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework