রাঙ্গুনিয়ায় ইসলামপুর তৈয়্যবিয়া জামে মসজিদ ও মাদ্রাসার একাডেমি ভবনের উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০১:০১ অপরাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর তৈয়্যবিয়া জামে মসজিদ ও ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হেফজ বিভাগ ও নূরানী বিভাগ একাডেমি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম আঞ্জুমানে রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. আ.ত.ম. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র সম্পাদক আল্লামা আব্দুল খালেক আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফকরুদ্দীন ও এইচ এম তারেক হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, আঞ্জুমানে রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, ফাইনাল সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দিন সফুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হোলাম মহিউদ্দিন, তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইন সুন্নিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মুহাম্মদ লোকমান কোম্পানি, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সাবেক সহ-দাওয়াতে খায়র সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, উপজেলা গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য ওয়াকিল আহমদ তালুকদার, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, উপজেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাতব্বর, সালানা জলসার আহ্বায়ক ছালেহ আহমদ সওদাগর, জাহাঙ্গীর আলম তালুকদার এবং মাস্টার মুহাম্মদ আব্দুল মালেক।

এদিকে, মাঠে সালানা জলসার প্রধান ওয়ায়েজ ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। এছাড়াও মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম, মাওলানা নুরুন্নবী আলকাদেরী এবং মাওলানা কাজী মামুনুল ইসলাম বয়ান পেশ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework