রাঙ্গুনিয়া প্রেসক্লাব ৫২ এর ভাষা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০২:২০ অপরাহ্ন

মহান ৫২ এর ভাষা দিবসে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাঙ্গুনিয়া প্রেসক্লাব সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

এ উপলক্ষে গতকাল দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কাপ্তাই সড়ক হয়ে প্রভাত ফেরী সহকারে শোভাযাত্রা বের করা হয়। রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল করিম চৌধুরী, সহ-সম্পাদক জাকেরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, দপ্তর সম্পাদক নেজাম উদ্দিন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোর্শেদুল আলম, প্রশিক্ষণ ও গণযোগাযোগ সম্পাদক মুজিবুল্লা আহাদ, নির্বাহী সদস্য রাশেদুল আলম রাশেদ, সেকান্তর হোসেন শান্ত, জসিম উদ্দিন, নাজিম উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় সকল শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাঙ্গুনিয়া প্রেসক্লাব ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework