রাঙ্গামাটির পানছড়িতে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অভিযান

রাঙ্গামাটি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০৯, ১২:৪০ অপরাহ্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার পানছড়ি এলাকা ভয় ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূল) এর সন্ত্রাসীরা রাঙামাটির পানছড়ি এলাকাকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করে রেখেছে।

শুক্রবার (৭ মার্চ) ওই এলাকায় সেনাবাহিনী অবস্থান নেয় এবং সন্ত্রাস দমনে অভিযান চালায়। উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র গ্রুপ স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীদের একটি আস্তানা খুঁজে পাওয়া যায়। এছাড়াও উদ্ধার হয় বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র, বাইনোকুলার, চাঁদার রশিদ, ইউনিফর্ম ও গোলাবারুদ।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইউপিডিএফ (মূল) স্থানীয় কিছু উশৃঙ্খল মহিলাদের লেলিয়ে দিয়ে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এই কার্যক্রম পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনবে বলে আশাবাদী স্থানীয়রা। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় কঠোর উদ্যোগ গ্রহণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান রাখার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি স্থানীয় জনতার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework