রাঙ্গামাটি সরকারি কলেজের বার্ষিক পরীক্ষা অনলাইনে শুরু : প্রথম দিনে অংশ নেয় ৭০৪ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ১৩, ০২:৪৮ অপরাহ্ন
রাঙ্গামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুর দিন রেজিস্ট্রেশন করা ৭১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৭০৪ জন পরীক্ষায় অংশ নেয় জানিয়েছে কলেজটির সূত্র। ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ছিল ৫০ মিনিট। প্রত্যক পরীক্ষার্থী ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র সেটে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে দেখানো বা শিখিয়ে দেওয়ার কোন সুযোগ ছিল না বলে জানান কলেজের নিয়ন্ত্রণ বোর্ডের শিক্ষক সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অতুল চাকমা। পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামসুল হক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম। চলমান এ পরীক্ষা আগামী ২১ অক্টোবর শেষ হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা সকাল ১০ টা থেকে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework