ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানের নোয়াজিষপুরের সর্তাখালের মাটি নিয়ে চলছে বানিজ্য, চলছে কৃষি জমি ভরাট

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : সোমবার, ২০২৪ এপ্রিল ২৯, ০৬:০৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজান উপজেলার কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ সর্তাখালে চলছে মাটি বানিজ্য। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি এস্কেবেটর দিয়ে কাটা হচ্ছে মাটি। ফলে হুমকির মুখে রয়েছে পাড়ের ফসলি জমি। গুরুত্বপূর্ণ এই খালে দিনদুপুরে মাটি কেটে নিয়ে যাওয়া হলেও স্থানীয়রপ্রশাসন নীরব ভূমিকা পালন করছে। 

সরেজমিনে  উপজেলার ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর মিলন মাস্টারের বাড়ি সংলগ্ন সর্তার খাল পাড়ে গিয়ে দেখা গেছে এই চিত্র। তবে কে বা কারা মাটিগুলো কেটে নিচ্ছে সেই বিষয়ে ভয়ে মুখ খুলতে রাজি হননি কেউ।

স্রোতস্বীনি সর্তার খালের ভাঙ্গনে এলাকার মিলন মাস্টারের বাড়িসহ অন্তত ত্রিশটি পরিবারের বসতঘর ও ফসলি জমি খালে বিলীন হয়ে গেছে। এই খাল স্থানীয় অনেক পরিবারের সর্বস্ব কেড়ে নেওয়ার পর থেকে এমনিতেই ভাঙ্গন কবলিত মিলন মাস্টারের বাড়িসহ আশপাশের পরিবারগুলো অজানা আতংকে দিনাতিপাত করছে।  তার উপর মাটি কাটার ফলে নতুন করে ভাঙ্গন আতংক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, চিকদাইর ইউনিয়নের সীমানায় জেগে উঠে বিশাল চর। ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করে। গত দুই মাস ধরে সর্তা খালের মধ্যে জেগে উঠা চর ও চরের সাথে এলাকার কৃষকের সব্জিসহ ফসলি জমি স্কাভেটর দিয়ে মাটি কেটে খালের বাঁধ সোজা করার নামে মাটি কাটা হচ্ছে।

চর ও বাঁধ কাটা মাটি ড্রাম ট্রাক দিয়ে নোয়াজিষপুর ইউপনিয়নের ফতেনগর, পশ্চিম ফতেনগর, নদিমপুর, পশ্চিম নদিমপুর, ইসাখার দীঘির পূর্ব পাশেও কৃষি জমি ভরাট করা হচ্ছে। এছাড়াও সর্তাখালের চর ও বাধ কাটার মাটি সকাল থেকে গভীর রাত পর্যন্ত সময়ে ড্রাম ট্রাক দিয়ে গলিরঘাট সড়ক ও অদুদিয়া সড়ক ফতেনগর বড়ুয়াপড়া সড়ক দিয়ে ফটিকছড়ি উপজেলার জাফতনগর, আব্দুল্লাহপুর, ধর্মপুর, জাহানপুর, তেলপারই এলাকায় কৃষি জমি পুকুর জলাশয় ভরাট করা হচ্ছে।

সরকার কৃষি জমি রক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হলে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী কৃষি জমি থেকে মাটি খনন ও কৃষি জমি ভরাট না করার জন্য কঠোর নির্দেশনা দেয়। সরকারও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশকে অমান্য করে নোয়াজিষপুরে অবাধে কৃষি জমি ভরাট করা হচ্ছে।

এলাকায় ঘুরে কৃষি জমি ভরাট করার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে, স্থানীয় সাধারন মানুষ তারা টাকার বিনিময়ে কৃষি জমি ভরাটের সর্তা খালের বাধ কাটা মাটি নিচ্ছে। তবে কাদের কাছ থেকে মাটিগুলো ক্রয় করছে সেই বিষয়ে সাধারণ মানুষ ভয়ে মুখে কুলুপ এটেছে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত সর্তা খালের বাধ কেটে কৃষি জমি ভলাট করা হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

এই ব্যাপারে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, কৃষি জমি ভরাট ও খনন করা যাবেনা মর্মে সরকারের নির্দেশনা রয়েছে। রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এই বিষয়ে জিরো টলারেন্স।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video