রাউজানের চিকদাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ০৩:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে  উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্তরা হলেন, সাবেক মহিলা ইউপি সদস্য ফটো মেম্বার, মোহাম্মদ শফি, মোহাম্মদ গোলাপ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ফটো মেম্বার বলেন, পরিবারের শিশুরা গ্যাস লাইট দিয়ে বাজি ফোটাতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার বসতঘরসহ ৫টি বসতঘরের আসবাবপত্রসহ পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে অবহিত করার পর তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷

রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিফিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল আল মামুন খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুনে নিভানোর কাজ শুরু করি। আগুনের সূত্রপাতের সঠিক কারণ এই মুহুর্তে জানাতে পারছি না।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework