রাউজানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৬:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজান উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাউজান উপজেলার জানালীহাটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের রাউজান উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাশেম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম। সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা আব্দুল জব্বার, অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মো. ইউসুফ বিন আবু বকর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, রাউজান উপজেলার প্রধান উপদেষ্টা শাহজাহান মঞ্জু, মোহাম্মদ রিদোয়ান শাহ, রাউজান পৌরসভা শাখার উপদেষ্টা বেলাল মোহাম্মদ, ছাত্রনেতা মিনহাজুল ইসলাম, অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ মিয়া এবং শহীদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "শেখ হাসিনার ফ্যাসিবাদী দলের আর কোনো স্থান এই দেশে নেই। যারা এ দলকে পুনর্বাসন করতে চান, তারা হয়তো বিগত ১৬ বছরের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের কথা ভুলে গেছেন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের নির্মমতা ভুলে গেলে চলবে না।"

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মুহাম্মদ আবুল হাশেমকে সভাপতি ও মাওলানা ফরিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ৩০ সদস্যের নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মো. ইউসুফ বিন আবু বকর।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework