রাউজানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০৫:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারি, বুধবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

প্রধান আলোচক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ গুপ্তের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, বিদ্যালয়ের দাতা সদস্য বিকাশ দাশ, শাহ ছৈয়দুল হক কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম মাহমুদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাবুল মিয়া, ফারজানা আক্তার অন্তরা, লাকী আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধর। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শম্ভুনাথ পারিয়াল, গোলাম ফারুক, বাপ্পী দাশ, প্রভাস কুমার ধর, লাবনী প্রভা দত্ত, পিংকী শীল, সুমন কান্তি দাশ, আশীষ কুমার দাশ, জিকু চৌধুরী।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে বিজয়ীসহ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিগণ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য, গান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework