রাউজানে শাহসূফি মাওলানা ছৈয়দ কামাল শাহ (রহ:) এর বার্ষিক ওরশ শরীফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ২৩, ০৭:১৯ অপরাহ্ন

মহান অলিয়ে কামেল হযরত শাহসূফী মাওলানা ছৈয়দ কামাল শাহ (রহ:) এর বার্ষিক ওরশ শরীফ গত ৭ মাঘ, ২১ জানুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামে কামালিয়া শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে পীরে ত্বরীকত, বিশিষ্ট গ্রন্থকার শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:) এর সাদারে এই অনুষ্ঠান পালিত হয়।

ওরশ শরীফের অন্যতম আকর্ষণ ছিল শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:) এর রচিত সপ্তম গ্রন্থ 'তাওবাতুন নাসুহা' এর মোড়ক উম্মোচন। এর পূর্বে ছয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এই অনুষ্ঠানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা কাজী ছালেকুর রহমান আল কাদেরী, শাহজাদা সৈয়দ মাওলানা মাসূম কামাল আল আজহারী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদ কামাল, শাহজাদা ডা. সৈয়দ মোহাম্মদ জাহেদ কামাল, সৈয়দ মোহাম্মদ ইলহাম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ওরশ শরীফের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, গোসল শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু আহমেদ আল আজহারী, মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ ইসমাইল, মাওলানা হাফেজ নঈম উদ্দিন, মুহাম্মদ শাহরিয়ার চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহীদুল আলম, মরমী শিল্পী হান্নান হোসাইনি, মাওলানা হাফেজ মুহাম্মদ শরীফ, তানভীর মিরাজ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework