রাউজানে পলাশ ধরের অর্থায়নে গৃহ নির্মাণের জন্য ৫০ হাজার টাকার সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, রাউজান চট্রগ্রাম
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০১:০১ অপরাহ্ন

বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী পলাশ ধর নিজস্ব অর্থায়নে রাউজান উপজেলার পশ্চিম গুজরাস্থ শশী মহাজনের বাড়িতে বসবাসকারী স্বামীহারা দুই সন্তানের জননী এবং বসতভিটাহারা বাপ্পি ধর এর হাতে ঘর নির্মাণের জন্য প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ঢেউটিন ও গৃহ নির্মাণের সরঞ্জামাদি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ ধরের ভাতিজি বৈশাখী ধর তিথি, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী, অমিত পারিয়াল, তন্ময় পাড়িয়াল, নয়ন ধর, মিথুন ধর, অপূর্ব ধর, রোম ধর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পলাশ ধর বলেন, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এই স্লোগানকে লালন ও ধারণ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, "সকল মানবাধিকার, সামাজিক ও মানবিক সংগঠনগুলো যদি সমাজের গরীব, অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ান, তবে এই মানুষদের অনেক দুঃখ-কষ্ট লাঘব হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework