রাউজানে নবনিযুক্ত শিক্ষা কর্মকর্তাকে শিক্ষক সংগঠনের সংবর্ধনা

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ১৩, ০৪:৩০ অপরাহ্ন

গত ১২ মার্চ সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে নবযোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নূর নবী ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. নিজাম উদ্দীনকে রাউজান প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিষু দে, মো. আবদুল মমিন, জিসা চাকমা, সুব্রত কুমার হাজারী, প্রধান শিক্ষক সমিতির সভাপতি অনুপম দাশগুপ্ত, সাধারণ সম্পাদক জুলকর নাইন, সহকারী শিক্ষক সমিতির (উত্তর) সভাপতি কাজী জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সুজিত দেব, সহকারী শিক্ষক সমিতির (দক্ষিণ) সভাপতি পবন চক্রবর্তী এবং জাতীয়করণ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সমর বড়ুয়া।

শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কশ্যপ সরকার, সিদুল চন্দ্র নাথ, চম্পক বরণ দাশ, রতন কুমার দাশ, মোহাম্মদ সোলায়মান, সাধন চন্দ্র বড়ুয়া, নিকাশ বড়ুয়া, টিটন দেব ও সাগর বড়ুয়া।

সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী শিক্ষক নেতৃবৃন্দসহ সকল শিক্ষকদের সাথে একযোগে কাজ করে রাউজানের প্রাথমিক শিক্ষাকে আরও সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework