রাউজান পৌরসভায় কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ফজলে করিম চৌধুরী

রাউজান, চট্টগ্রাম
প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২১, ০৫:৪৭ অপরাহ্ন

রাউজান উপজেলায় 'সাইনো কারাতে দো একাডেমি'র উদ‍্যোগে রাউজান পৌরসভার  প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন উপলক্ষে প্রশিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে আয়োজিত প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহসানুল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি)  রিদোয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

প্রশিক্ষণ প্রদান করেন সাইনো কারাতে-দো একাডেমী'র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ নাসির উদ্দিন তারেক, ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান, বাংলাদেশ কারাতে ফেডারেশন, ৩য় ড্যান জাপান কারাতে এসোসিয়েশন, ইউনিসেফ কারাতে কোচ চট্টগ্রাম উত্তর জেলা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework