রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০২:১০ অপরাহ্ন

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজন ব্যবসায়ীকে মোট ১৮,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া, ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

মনিটরিং কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান, আল আমিন এবং নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় আগামীতেও এই বাজার মনিটরিং কার্যক্রম জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework