রমজান ও ঈদ উপলক্ষে বাঁশখালীতে বাজার মনিটরিং, ৬ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ২৩, ১২:৩৬ অপরাহ্ন

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পণ্যমূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক স’মিলসহ ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ২ মুদির দোকানদার, ২ জন সবজি ব্যবসায়ী, ১ জন কাপড় ব্যবসায়ীসহ মোট ৫ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই দিনে পৃথক অভিযান পরিচালনা করে (রিজার্ভ ফরেস্ট) বনের গাছ চুরি বিক্রি ও চোরাইকৃত গাছগুলো স’মিলে চিরানোর দায়ে এক স’মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন জানান, জনস্বার্থে এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা অব্যাহত থাকবে। আজকের অভিযানে এক স’মিল মালিকসহ ৬ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং অন্তত আরও শতাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework