মোবাইল চুরির বিবাদে চট্টগ্রামে কিশোর হত্যা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ এপ্রিল ২৭, ১০:৪৩ পূর্বাহ্ন
মোবাইল চুরির বিবাদকে কেন্দ্র করে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোর হত্যার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কয়েকঘণ্টার মধ্যেই সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন আরাফাত (১৯), মো. মহিম (১৪), মো. হাসান ওরফে শাহীন (১৪), রহমত উল্লাহ (১৩) ও আবু রাশেদ ওরফে কামাল (১৫)। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে এক সপ্তাহ আগে মোবাইল চুরি নিয়ে রফিকুলের সঙ্গে বাকবিতণ্ডার প্রতিশোধ নিতে আসেন মো. ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। এর একপর্যায়ে রফিকুলকে ছুরিকাঘাত করেন ইয়াছিন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ইয়াসিনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পুলিশ আরও জানায়, ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেন। পরে তার স্বীকারোক্তিতে চট্টগ্রাম নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে কয়েকঘণ্টার মধ্যে চার কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মোবাইল চুরি নিয়ে বাকবিতণ্ডার জেরে সোমবার রাতে রফিক নামে এক কিশোরকে হত্যা করে মো. ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় নিহত রফিকের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’ তিনি আরও বলেন, ‘মামলার কয়েকঘণ্টার মধ্যেই পুলিশ চার কিশোরসহ পাঁচজনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework