মীরসরাইয়ে শিশুর মৃত্যু পুকুরে ডুবে


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ০৫, ০৩:৩৫ অপরাহ্ন

মীরসরাইয়ে পুকুরে ডুবে শিহাব মাহমুদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের মরগাং এলাকার এই ঘটনা ঘটে।

শিশু শিহাব ওই এলাকার গিনাজী ভূঞা বাড়ির সিরাজুল ইসলাম মিঠুর ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে শিশু শিহাবের মা সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

শিহাব তখন বাইরে খেলা করছিল। পরে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির শুরু করে। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূইয়া বলেন, শিহাব নামে একটি শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বিকেল ৩টায় গিনাজী ভূঞা বাড়ির জামে মসজিদের প্রাঙ্গনে শিহাবের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework