মিথ্যা মামলার প্রতিবাদে পাইন্দংয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:৩৬ অপরাহ্ন

ফটিকছড়ি পাইন্দং ফকিরাচান গ্রামে ওরশের নামে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ফকিরাচান এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকার শত শত নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী ব্যবসায়ী আহমদুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কয়েকদিন আগে এলাকায় খাজা সাহেবের ওরশের নামে মোটা অংকের চাঁদা দাবি করেন আবুল কাশেম নামের এক ব্যক্তি। তার সঙ্গে ছিলেন স্থানীয় আমিন তালুকদার ও সেলিম।

ওরশে অসামাজিক কার্যকলাপ ও গান-বাজনা হবে এমন খবর পেয়ে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই গ্যাংটি তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র শুরু করে।

তিনি আরও বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ওরশ চলাকালীন রাত আনুমানিক ১১টার দিকে চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই গ্যাংয়ের সদস্যরা। একপর্যায়ে এটি চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়। পরে ওরশে হামলার অভিযোগ এনে থানায় খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা না পেয়ে ফিরে আসে। কিন্তু পরদিন ওরশে হামলার অভিযোগ এনে থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়। এতে আহমদুল হকসহ এলাকার শতাধিক নিরীহ মানুষকে আসামি করা হয়। বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী প্রবাসীদের টার্গেট করে মামলার ফাঁদে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল বশর, সৈয়দ আহমদ, আব্দুর রহমান, বদন মিয়া, শামসুল আলম, মাওলানা তৈয়ব, আবুল কালাম, আজম বেলাল, ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework