মাস্ক না পরায় ১৯ পথচারীকে জরিমানা ৪৬০০ টাকা


প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ২৬, ০৬:২৮ অপরাহ্ন

নগরের লালখান বাজার, ওয়াসা, চট্টেশ্বরী মোড়, জিইসি, কাজীর দেউড়ি, চকবাজার ও জামালখান এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৯ পথচারীকে জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম জানান, অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরায় ১৯ পথচারীর বিরুদ্ধে ১৯টি মামলা রুজুসহ ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের কারণ যৌক্তিক কিনা, প্রমাণপত্র আছে কিনা ইত্যাদি তদারক করা হয়। এ সময় পথচারীদের চসিকের পক্ষ থেকে সচেতনতামূলক মাস্ক বিতরণ এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে  এ অভিযান অব্যাহত থাকবে।  


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework