"মানুষ মানুষের জন্য"—সহায়তায় বাঁচতে পারেন ক্যান্সার আক্রান্ত বিকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ০১:৪৯ অপরাহ্ন

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মর্মস্পর্শী কথাটি যেন বাস্তব রূপ পেয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার একজন অসহায় রোগীর জীবনসংগ্রামে।

রাউজান উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিক দত্ত বাড়ির বাসিন্দা বিকাশ দত্ত দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসা পেলে তার আরোগ্য সম্ভব। কিন্তু এ বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা বিকাশের দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।

বিকাশ দত্তের বাবা মানিক দত্ত ও মা মন্জু দত্ত বহু আগেই পরলোকগমন করেছেন। জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অসুস্থতায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছে।

এই সংকটময় সময়ে সমাজের সহৃদয় ও মানবিক ব্যক্তিদের সহানুভূতি ও সাহায্যই হতে পারে বিকাশ দত্তের জীবনের একমাত্র ভরসা।

একটি সামান্য সহায়তাও হয়তো ফিরিয়ে দিতে পারে এক প্রাণের হাসি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
নাম: বিকাশ দত্ত
ঠিকানা: মানিক দত্ত বাড়ি, ৮ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন, রাউজান, চট্টগ্রাম।
বিকাশ ও নগদ নম্বর: 01812032915


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework