মানবাধিকার ফোরামের আন্দরকিল্লা অফিসে মহান একুশে ফেব্রুয়ারি স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০১:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে মহান একুশের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জি এম মাহবুবুর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা।

সাংবাদিক রতন বড়ুয়া সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, শয়ন দে অপূর্ব প্রমুখ।

বক্তারা বলেন, "মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস একমাত্র বাঙালীদের। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"

১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে, যার ফলে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার সহ আরো অনেকেই শহীদ হন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework